বৃষ্টির দেখা নেই কোথাও
গ্রীষ্মের উষ্ণ রোদে প্রখর তাপ
চারিদিকে হাহাকার রটে গেছে
মাটির কণাগুলো শুকিয়ে কাঠ
চাষিদের মাথায় হাত
কীভাবে ফলবে ফসল
তুলে দেবে দুমুঠো অন্ন!
হে বিধাতা তুমি বলে দাও?
কোন আগুনে জ্বলছি আমারা
জল থেকেও পায় না জল
তৃষ্নায় ছটফট করা দোয়েল ময়না
তাদের কী হবে উপায়!
আকাশ নাকি পাথর হয়েছে
আমাদেরই অভিশাপে।
বৃক্ষের বুকে আজ চোরাবালি
মানুষ হয়েছে নত আশমানে
বিধাতার চরম শক্তি দিয়ে ভক্তি
কী হবে আজকে বৃষ্টি!
আমি চরণ ছুঁয়ে করি আর্জি
বিধাতার দুটি পায়ে;
আসে যেন বৃষ্টি
পৃথিবীর প্রান্তরে প্রান্তরে।।