বোঝো বন্ধু আমি কী চাই না
-

শেয়ার করুন

আমি তো তোমাকে হারাতে চাই না বন্ধু
আমি তোমাকে বুকে রাখতে চাই।
আমি তো তোমাকে ভুলতে চাই না বন্ধু
আমি তোমাকে মনে রাখতে চাই।

আমি তো তোমাকে সূর্যের মতো করতে চাই না বন্ধু
তুমি থাকো আমার কাছে চাঁদ হয়ে।
আমি তো তোমাকে সাগরের মতো করতে চাই না বন্ধু
তুমি থাকো আমার কাছে নদী হয়ে।

আমি তো তোমাকে চোখের জল দিতে চাই না বন্ধু
শুধু দিতে চাই মনের প্রেম।
আমি তো তোমাকে ব্যথার জালে ঘিরতে চাই না বন্ধু
শুধু দিতে চাই সুখের গোলাপ।

আমি তো তোমাকে পাষাণের বুক দিতে চাই না বন্ধু
শুধু দিতে চাই দুর্বা ঘাস।
আমি তো তোমাকে মরণের হাতে সঁপে দিতে পারি না বন্ধু
বাঁচাতে চাই আরও জীবন দিয়ে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা
১৬ই অক্টোবর,২০২২ ( সন্ধ্যা)

 


শেয়ার করুন

মন্তব্য করুন