ভাগ্য-কবি মতিউর রহমান সরদার
-

শেয়ার করুন

     ভাগ্য

মতিউর রহমান সরদার

 

ললাটে তোমার এই লিখন

প্রচেষ্টায় করিয়াছো অর্জন,

ইর্ষায় জ্বলে পুড়ে যাক

তুমি করবেনা গর্জন।

 

আমার কল্পনায় এমন প্রত্যাশা ছিল

করোনা নিল কেড়ে,

হঠাৎ করে সংবাদ শুনি 

রেজাল্ট দিয়েছে ছেড়ে।

 

জানি আর কেউ চিনবে না

ক্রন্দন করো কবি নির্জনে,

তুমি শিক্ষকের মোহনা অনুজ্জ্বল করেছো

কে ডাকবে তোমার স্বরনে?

  

আল্লাহ ব্যাতীত কেউ নেই তোমার

পূজা করছো তুমি কার?

কেউ হবেনা উন্মাদ কবির

যত বল সব আমার আমার।

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন