ভালোবাসা এক
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

মেঘেরা কত রূপে কত আকারে ভরপুর-
তবু তারা ঝরে পড়ে জল হয়ে ধরণীর বুকে।
কেন এমন হয়?
মেঘেরা ভালোবাসে ধরণীর বুক- তাই।

সূর্য আলো দেয় এ বিশ্বকে সৃষ্টির আদিকাল হতে।
এমন কেন হয়?
সূর্য ভালোবাসে এ বিশ্বকে- তাই।

রাত্রির অন্ধকার যতই গভীর হোক
একসময় সেই গভীরতা মুছে যাবে সূর্যের আলোয়-
হবে নতুন দিনের সূচনা।
কেন এমন হয়?
রাত্রি ভালবাসে দিনকে- তাই।

ধ্বংসের ফল হলো বিনাশ।
কীভাবে হবে নতুন সৃষ্টি ধ্বংসই যদি না হয় তো?
ধ্বংস ভালোবাসে সৃষ্টিকে- তাই।

এমনই চাঁদ সূর্য, জন্ম মৃত্যু, সকল পার্থিব বস্তু অপার্থিব বস্তু
ভালোবাসে একে অপরকে।
ভালোবাসা না থাকলে পৃথিবী ঘুরবে কেন সূর্যের চারপাশে?
ভালোবাসা না থাকলে বরফ গলবে কেন পর্বতের চূড়া হতে?
ভালোবাসা না থাকলে নদী বয়ে চলবে কেন সাগরের দিকে মুখ করে?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১২ই অক্টোবর,২০২২ (বিকাল)
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা


শেয়ার করুন

মন্তব্য করুন