ভালো উপদেশ
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

সময়ের কাজ করো সময়ে
দেখবে কাজের বোঝা ঠিক কমছে।
কিন্তু যদি পরে করার জন্য রাখো ফেলে
তখন নতুন কাজের সাথে পুরোনো কাজ করতে হবে
কত চাপের ব্যাপার দ্যাখো ভেবে।

যে কাজ করতেই হবে
সে কাজ কেন ফেলে রাখবে?
বুদ্ধিমানেরা বর্তমানের কাজ শেষ করে
ভবিষ্যতের কাজ একটু একটু করে শেষ করে রাখে
এতে পরবর্তী সময়ে চাপ কমবে বলে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২/১২/২০২৩


শেয়ার করুন

মন্তব্য করুন