ভালো লাগে না,
মতিউর রহমান সরদার
আমার আর ভাল লাগে না সারাদিন নিজের সাথে বকতে,
তাই মাঝে মাঝে চোখ রাখি ফোনের উপর,
একা একা ঘরের ভিতর আটকে আছি,
দম ফেটে যায় আমার,
এমন কারোর সাথে দেখা হয় না আমার আর,
যার সাথে দেখা করলেই সব কিছু ভুলে যাব,
প্রত্যাশা করি এমন কাউকে দেখবো বলে,
যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে,
কোন ভালো মানুষের সাক্ষাৎ না পাওয়ার কতটা যে যন্ত্রণা ,
শুধুই সেই জানে,
তাকিয়ে আছি শুধু দূর দূরে,
এমন কোন মানুষের সাথে দেখা হোক,
দেখা হয় বহুদিন পর একবার, খুব অল্প সময়,
মাঝে মাঝে সন্ন্যাসী সেজে বার হয়, পথে পথে,
কেউ যেন চিনতে না পারে,
কেউ যেন বুঝতে না পারে ,
এমন কোন মানুষকে দেখব বলে বার হয়েছি পথে,
বার হয়ে লাভ নেই কোন,
সেই তো দেখাই হবে না,
তবুও বার হই কেন?
তার পথ গুলো দেখতে,
তার ফেলে যাওয়া পথ দেখে,
যন্ত্রণাটা মিটুক,
দেখা তো হবেই,
কোন একদিন আচমকা,
অনেক ভালো হইছে মতিউর ভাই । আর ভালো করার চেষ্টা করবেন ।
Ajker Bangla Newspaper