কবি সুকুমার রায় (Sukumar Ray) -এর একটি জনপ্রিয় হাসির বাংলা কবিতা (Bangla Kobita) ভাল রে ভাল (Valo Re Valo)।
দাদা গো! দেখছি ভেবে অনেক দূর
এই দুনিয়ার সকল ভাল,
আসল ভাল নকল ভাল,
সস্তা ভাল দামীও ভাল,
তুমিও ভাল আমিও ভাল,
হেথায় গানের ছন্দ ভাল,
হেথায় ফুলের গন্ধ ভাল,
মেঘ-মাখানো বাতাস ভাল,
গ্রীষ্ম ভাল বর্ষা ভাল,
ময়লা ভাল ফর্সা ভাল,
পোলাও ভাল কোর্মা ভাল,
মাছ পটোলের দলমা ভাল,
কাঁচাও ভাল পাকাও ভাল,
সোজাও ভাল বাঁকাও ভাল,
কাসিও ভাল ঢাকও ভাল,
টিকিও ভাল টাকও ভাল,
ঠেলা গাড়ি ঠেলতে ভাল,
খাস্তা লুচি বেলতে ভাল,
গিটকিরি গান শুনতে ভাল,
শিমুল তুলো ধুনতে ভাল,
ঠান্ডা জলে নাইতে ভাল,
কিন্তু সবার চাইতে ভাল—
পাঁউরুটি আর ঝোলা গুড়।
ভাল রে ভাল (Valo Re Valo) কবিতাটি ছাড়াও কবি সুকুমার রায় (Sukumar Ray)-এর অন্যান্য কবিতা ও গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।