ভুতের ছানা ধরেছে কান্না।
আমবস্যার রাতে সে একা আর থাকবে না।
তোমার কি মনে হয়,
ভুতের ছানা পেয়ে ভয়।
দূর বোকা তাই কখনো হয়।
হয় গেছে সে পুরুষ মানুষ ,
সে ব্যাপারে নেই মা বাবার হুস।
মামদো ভুতের ঘটকালিতে
দেরি হলো মেয়ে পেতে।
সন্ধকাটার মেয়ে শাকচুন্নি
বিয়ে করতে রাজি হলো তুখনি।
ভুতে ছান্না তো আল্লাদে আটাখানা।
জামাই হয়ে সে পেলো
মজার অনেক খানা।
কিন্তু সে কি জানতো আগে
কি অপেক্ষা করছে তার ভ্যাগে,
ভুত লোক নিয়ম আছে আবার
শুনতে হবে তাকে নতুন বৌএর আবাদার
শাকচুন্নি ছিলো স্বপ্ন গায়িকা হবার।
ভুতের ছানাকে গান শুনিয়ে
ইচ্ছে তার মিটবে এবার।
গানের নামে শাকচুন্নি
করলো শুরু যেই চ্যাচানি,
ভূতের ছানার প্রান পাখি
হলো না শুধু খাঁচা ছাড়া,
শাকচুন্নি গান শুনে হলো শুন্য পাড়া।
এখন জোছনা রাতে
শাকচুন্নি গান শুনতে
করে আসা যাওয়া ঐ গায়েতে,
তাই ওখানে যেওনা কেউ রাতে ভিতে