কবি মনোরঞ্জন পুরকাইত (Manoranjan Purkait) -এর একটি প্রেমের / ভালোবাসার বাংলা কবিতা (Bangla Kobita) মউলের গল্প( Mauler Galpa)।
বনোফুলে ম ম করে
সুন্দরবন
আনচান করে ওঠে
মউলের মন।
ফুলে ফুলে মৌমাছি
মৌচাক ডালে
উদাস বাতাস লাগে
নৌকার পালে
জল চিড়ে দেয় পাড়ি
বুক ভরা ভয়
সবুজের আঙিনায়
কখন কী হয় !
কেঁদো বাঘ ওঁৎ পাতে
হেঁতালের ঝাড়ে
কুমিরের আনাগোনা
রোদ ছায়া পাড়ে
তবু যায় মউলেরা
মধু আহরনে
কুঁড়ে ঘর মোটা ভাত
দিতে প্রিয়জনে।
দুচোখে মধুর নেশা
পাড়ি দেয় দূরে
চাক ভাঙা মধু মানে
বনে বনে ঘুরে।।