মজার দেশ
- কৃষ্ণ কামাল

শেয়ার করুন

মজার দেশ

কৃষ্ণ কামাল

 

 

এমন মজার দেশ হবে

জল চাইলে জল দেবে

মেঘ চাইলে মেঘ

বাতাস চাইলে বাতাস দেবে

যে বাতাস হবে না শেষ

রোদ হবে নিয়ম মতো

মনের যেমন ভালো লাগে

জল হয়ে যাবে ভোরের বেলায়

আমি ওটার আগে

সূর্য জাগলে দিন হবে

চাঁদ হাঁসলে রাত তবে

বন্ধু হবে সেই দেশে  সব

থাকবে না ঝগড়ার কলরব

যেখানে  খুশি  মজার না শেষ

সে আমার মজার দেশ ।।

।।


শেয়ার করুন

মন্তব্য করুন