মধ্য রাতে
- ভাস্কর পাল

শেয়ার করুন

মধ্য রাতে

 

মধ্য রাতে কল্পনাতে

হাজারও স্বপ্ন বদ্ধ চোখে-

অন্ধকারে নিস্তব্ধতায়

আলোকচিহ্ন হাতড়ে খোঁজে।

 

আকাশের বুকে অন্ধ রাতে,

রাত জাগা সব মিটমিটে তারা

ক্লান্ত হয়েও দিচ্ছে আলো

জ্বলছে – নিভছে জোনাকি ধারা।

 

হারানো স্বপ্ন আজও খুঁজি

একলা রাতের অন্ধকারে,

কাটিয়ে আসা সময় গুলো

ফিরে পেতে চাই নতুন করে।

 

মধ্যকালীন স্তব্ধ রাতে

অর্ধাকৃতি চাঁদের আলোতে,

অতীতের কত স্মৃতি গুলো

বন্ধ চোখে ভেসে ওঠে।।

 


শেয়ার করুন

মন্তব্য করুন