মন স্থির করো
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

মন স্থির করো আকাশের মতো,হবে তুমি উদার ও মহান।
মন স্থির করো সূর্যের মতো,হবে তুমি তেজোদীপ্ত ও ধর্মে, কর্মে বীর।
মন স্থির করো চাঁদের মতো,হবে তোমার আচরণ শান্ত, স্নিগ্ধ।
মন স্থির করো নদীর মতো,তোমার জীবন বয়ে চলবে একইধারায়।
মন স্থির করো সাগরের মতো,ধর্মকাজে তোমার মন হবে প্রশান্ত, কর্মক্ষেত্রে হবে তুমি শীঘ্রমনা।
মন স্থির করো বাতাসের মতো,হবে তুমি সদা সর্ব কর্মে পটু।
মন স্থির করো ঝড়ের মতো,হবে তোমার কর্মের বেগ সবার আগে।
মন স্থির করো পাহাড়ের মতো,হবে তোমার জীবন গভীর ধ্যানমগ্ন কোনো সাধুর সমান।
মন স্থির করো প্রকৃতির মতো,সাজাবে তোমার জীবন তোমারই খেয়ালখুশিতে।
মন স্থির করো ছাত্রের মতো,তোমার জীবন চলবে কিছু না কিছু শেখার মধ্য দিয়ে।
মন স্থির করো শিক্ষকের মতো,হবে তোমার জীবন করুণায় ভরা, তুমি দান করবে এ বিশ্বকে জীবনের সবচেয়ে মহৎ দান- শিক্ষা।


শেয়ার করুন

মন্তব্য করুন