মহুয়ার বনে
- ভাস্কর পাল

শেয়ার করুন

মহুয়ার বনে

 

মনে পরে সেই বর্ষ পেরিয়ে আসা

গোপনে আদ্র মেঠো, অন্তরিত ভাষা

কিংবা সবুজ, হৃদয়ের সুপ্ত পিপাসা

মনে পরে সেই মহুয়া বনের কথা!

সেই দূর প্রান্তে গ্রামের শেষে

যেখানে পথ গেছে বেঁকে বেঁকে,,

শহুরে ভিড়ে হালকা লুকিয়ে পরে

ছুটে যাওয়া সেই একলা নদীর তীরে।।

 

হাজার মানুষ কোথায় যায় রোজই?

কি কি সব কাজে ব্যস্ত সবই!

আমরা বেকার, ছুটেই চলি কেবল

মহুয়ার বনে গোপনে ঘর বাধি।

সেই বনেতেই একটি বটও বৃক্ষ

তার চারিধার মহুয়া বিছানো-

মাদকতার গন্ধে মাতাল হয়ে

প্রেমিক তোমার ঝোড়ো চুলের ঘ্রাণে।।

 

তারপর যদি মেঘ ঘনিয়ে আসে

শ্রাবণ শেষেও গাছের ফাঁকে ফাঁকে,

ঝাপটা দিয়ে মহুয়া ঝরে পরে

প্রেমিক তোমার গোপন বক্ষ মাঝে।

হালকা করে দীর্ঘ ঘ্রাণের সহিত

ঝরুক পাতা প্রবল হওয়ার বেগে

শক্ত হয়ে যে যার পানে চেয়ে

মিলিয়ে যাওয়া একই রুক্ষ প্রেমে।।

 

তাহার পরেই আঁধার নেমে আসা

প্রকৃতির সেই একই ছন্দ ধরে

হাজার বছর হাজার ভাবেই কাটুক

যে যার তরে সর্বনাশী হয়ে,,

নামলে বৃষ্টি ভাসিয়ে দেওয়া দেহ

মহুয়ার ঘ্রাণে কেবল ঘ্রাণেন্দ্রিয়

ফিরে যাওয়া সেই নিজের ঠিকানায়

মহুয়ার বনে ফেরার অপেক্ষায়।।


শেয়ার করুন

মন্তব্য করুন