মানব জন্ম-দীপঙ্কর সাহা দীপ
-

শেয়ার করুন

জানি না কোন পুণ্য বলে পেয়েছি এই মানব জন্ম।

সু-ন্দ-র     অতি     সু-ন্দ-র।।

বিশ্ব ব্রহ্ম সম       মানসিকতা দিয়েছো

সকল কিছু বুঝার জন্য     একটি মন দিয়েছো।

অগণিত দিন দিয়েছো    জীবন যাপনের জন্য।

সু-ন্দ-র     অতি       সু-ন্দ-র।।

পারা না পারার মাঝে আমায় তোলে ধরেছো

সকল জনের সন্মুখে আমায় প্রকাশ করেছো।

শক্তি দিয়েছো          দৃষ্টি দিয়েছো

দিয়েছো নিত্য দিনের নানান কর্ম,

গড়ে তোলেছো নিজের মতো করে –

দ্বায়িত্ব কর্তব্য পালনের যোগ্য।।

সু-ন্দ-র      অতি       সু-ন্দ-র।।

                                              –দীপঙ্কর সাহা (দীপ)


শেয়ার করুন

মন্তব্য করুন