মানুষ চিরদিন অন্য মানুষকে মনে রাখে না,
একদিন না একদিন ঠিকই একে অপরকে ভুলে যায়।
সবাই নিজের স্বার্থ খুব ভালো বোঝে;
নিজের প্রয়োজনেই বন্ধু পাতায়, কথা বলে, খোঁজ-খবর রাখে,
কাজ মিটে গেলে তখন কা’র দায় পড়বে অন্যের খবর নিতে?
আসলে মানুষ নিজেরটা ভালোমতো গোছাতে জানে,
‘নিজেরটা’ মানে যা একান্ত নিজের – সেটা অর্থ বা সম্মান বা যোগ্যতা।
নদীতে বানের জলে যা যা ভেসে যায়
সেইসব পরে কোথায় চলে যায় এর সঠিক উত্তর দেওয়া কি কারও পক্ষে সম্ভব হয়?
মানুষও ঠিক তেমনই
নিজের ভালো থাকা, ভালো খাওয়া,
এর জন্য যা যা দরকার তাই করে,
সেই একই দরকারে যখন অন্য কেউ একই পথের সঙ্গী হয়;
তখন তার সাথে দুটো কথা বলে, মনের কথা জানায়,
কিন্তু, ওটা ঐ উপর উপর,
ভিতরে ভিতরে দ্রুত কাজ হাসিলের তাগিদ-
কাজের শেষে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে।
তাহলে বলুন তো, মানুষ কি চিরদিন অন্য মানুষকে মনে রাখে?
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২২/০৯/২০২৩
বারুইপুর