মানুষ মানুষের জন্য -আবু জাফর মহিউদ্দীন
-

শেয়ার করুন

সত্য মানে নির্ভীক

দূর্জয় মানে বিপ্লব,

চেতনা মানে দেশপ্রেম

মানবতা জাতীর গৌরব।

ঐক্য মানে ভ্রাতৃ

ধর্ম মানে মুক্তি,

সাধনা মানে কষ্ট

অর্জন জীবনের শক্তি।

অবিচল মানে দৃঢ়

ক্ষুধা মানে অন্ন,

মমতা মানে সঙ্গী

মানুষ মানুষের জন্য


শেয়ার করুন

মন্তব্য করুন