মায়ের নাম নিয়ে কৈলাসে যাব
আমি এবার মায়ের নাম নিয়ে কৈলাসে যাব ||
দেখব সেথায় মা আছে নাকি আছে শুধুই পাহাড়মালা ||
দেখব সেথায় মা’র চরণচিহ্ন কোথায়
কোথায় বাবার ত্রিশূল পোঁতা ||
দেখব সেথায় কেমন করে থাকে মা বাবার সাথে ||
আমি সেথায় গিয়ে আসব না আর থেকে যাব তাঁদের কাছে ||
মাকে আমি রেখেছি মনে বাবাকে রেখেছি শিরে ||
আমি তাঁদের নিয়ে ছিলাম আছি থাকব এ জগৎ সংসারে ||