মায়ের সম্মান -কবি মতিউর রহমান সরদার
-

শেয়ার করুন

মায়ের সম্মান

মতিউর রহমান ইবনে রোমজান

 

যার বেঁচে নেই পিতা-মাতা

তার দুনিয়া অন্ধকার,

যার বেঁচে আছে পিতা মাতা

সে করে না তাদের কদর।

মা হারা আছে যে ছেলে মেয়ে

তারা পায়না মায়ের ভালোবাসা,

সবার কাছে লাঞ্ছিত হয়

মা ফিরে পাওয়ার করে প্রত্যাশা।

কেউ মাকে সেবা করে অতি যত্নে

কেউ বা পাঠায় বৃদ্ধাশ্রম,

যারা মাদ্রাসায় শিক্ষিত

তারা মায়ের জন্য করে পরিশ্রম।

যে পেয়ে যায় একবার চাকরি

সে যদি পড়ে থাকে কোন স্কুলে,

মায়ের সাথে কিছুদিন ঠিক থাকে

বিয়ের পরে বউ এনে যায় যে সব ভুলে।

মায়ের পদতলে সন্তানের স্বর্গ

এমন কথা হাদিসে নবী সঃ কয়,

অনেক মুসলিম মা প্রেমিক

এ কথা শ্রবন করিয়া করে ভয়।

 


শেয়ার করুন

মন্তব্য করুন