মা কালীর কবিতা
-

শেয়ার করুন

কালী নামের নদীতে আমি
শেষ খেয়া দেবো পাড়ি
শেষে উঠবো যাঁর পদেতে
তিনি মায়ের পতি।

ঘরে র’বে মায়ের প্রতিমাখানি
আমি ছেড়ে যাবো চলি
দেখবে মা আকাশ থেকে
আসছে ছেলে কোলে দোল খেতে।

মায়ের গালে চুমু দেবো
বাবার সাথে খেলা করবো
মা বুকে পিঠে হাত বুলিয়ে দেবে
আকাশের চাঁদকে ছুঁয়ে দেখবো।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২০/১১/২০২৩


শেয়ার করুন

মন্তব্য করুন