মা কিছু বলেনি (Maa Kichu Boleni)- অপূর্ব দত্ত (Apurba Datt)
-

শেয়ার করুন

কবি অপূর্ব দত্ত (Apurba Datt) -এর লেখা একটি ভালোবাসার বাংলা কবিতা (Bangla Kobita) মা কিছু বলেনি (Maa Kichu Bolni)

বাবা বলেছিল সামনের শীতে

নিশ্চয় দেব নতুন ব্যাট, 

তার আগে তুমি ভালো করে শেখো

কীভাবে করবে ‘হাউজ দ্যাট’! 

রায়পুর থেকে কাকু এসেছিল, 

বলেছিল দেবে ছ’ খানা বল, 

তার আগে ঠিক শিখে নেওয়া চাই

কী ক’রে বাঁধবে ঘুড়ির কল। 

কাঁচড়াপাড়ার পিসি বলেছিল

ছ’টা উইকেট দেবেই ঠিক, 

তবে যেন আর ভাঙতে না দেখি

টিয়া পাখির খাঁচার শিক। 

দুর্গাপুরের জেঠু আর পিসি

আসেনি এবার ভাইফোঁটায়, 

তাই ওরা কী কী দেবে বলেছিল

ঠিক মতো জানা হয়নি তাই। 

আরও অনেকেই কত কিছু যেন

দেবে বলেছিল- মনে তো নেই;

মা কিছু বলেনি, টেবিলের থেকে

চোখ রেখেছিল চারিদিকেই। 


শেয়ার করুন

মন্তব্য করুন