মা
- চন্দন চ্যাটার্জি

শেয়ার করুন

যে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়

 তার নাম মা।

 যে নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়ায়

 তার নাম মা।

 যে নিজের ইচ্ছেকে বিসর্জন দিয়ে সন্তানের ইচ্ছা পূরণ করে

 তার নাম মা।

 যে সন্তানের না বলা কথাও বুঝে নেয়

তার নাম মা।

 যে সন্তানের দুঃখে সব সময় কাঁদে

 তার নাম মা।

 যে সন্তানের মুখে একটু হাসির ঝলক দেখার জন্য সব দুঃখ সইতে পারে

 তার নাম মা।

 সন্তানের আঘাত লাগলে যার শরীরে ব্যথা হয়

 তার নাম মা।

 সমস্ত আপদবিপদ থেকে যে সন্তানকে সবসময় রক্ষা করে    

   তার নাম মা।

নিজে লেখাপড়া না শিখলেও যে সন্তানের উচ্চশিক্ষার কথা ভাবে

তার নাম মা।

 সন্তানের জন্য যে নিজ আবাস ছেড়ে বৃদ্ধাশ্রম পর্যন্ত যায়    

      তার নাম মা।

এক মা বারো সন্তানকে লালন-পালন করতে পারে               

    কিন্তু বারো সন্তান মিলে এক মাকে খেতে দিতে পারে না।।

স মা প্ত


শেয়ার করুন

মন্তব্য করুন