মেঘের নৌকো
- ভাস্কর পাল

শেয়ার করুন

মেঘের নৌকো

 

ঈশান কোণের নীল আকাশে

পাল তোলা এক নৌকা সাজে,

মেঘ পিওনের চিঠি নিয়ে

নৌকা লয়ে মাঝি আসে।

 

নির্জন এক ক্লান্ত দুপুর

নিদ্রিত সব মানুষ জন,

আকাশ হতে মেঘের নৌকো

আসবে নিয়ে বার্তা কখন!

 

অপেক্ষাতেই কাটছে দিন

মেঘের মাঝে দাঁড় বাইছে,

গোধূলির সেই করুন রবি

সাঁঝ বাতির গান গাইছে।

 

মেঘের নৌকো পৌঁছে যাবে

ভাসতে ভাসতে দূর দেশেতে,

ফিরে আসার প্রতীক্ষাতে,,

থাকবো চেয়ে আকাশ পানে।।


শেয়ার করুন

মন্তব্য করুন