মেঘ
- সিরিয়াল (Megh

শেয়ার করুন

কবি রামকিশোর ভট্টাচার্য (Ramakisor Bhaṭṭacarya )-এর একটি  মজার বাংলা কবিতা (Bangla Kobita) মেঘ – সিরিয়াল (Megh Siriyal)

                                  সূয্যি তখন মেঘের ভাঁজে খাচ্ছিল দোল্ দোলা

হঠাৎ দেখি টুকরো রোদের নৌকো সে পালতোলা !

ঘরের মধ্যে আলোর নদী বান থেকে থই থই

ভাবনা হল সাঁতরে এখন কোন্ দিকে পৌঁছই ?

                               ভাবতে ভাবতে অঙ্ক খাতায় আঁকছি এলোমেলো,

সে সব ছবি কি করে যে হঠাৎ প্রাণ পেলো

একটা তাদের উত্তরে যায়, একটা সোজা পুবে

অন্যগুলো নকশা তোলে মন থেকে একটু ডুবে ।

                              মনের মধ্যে রুপকথার সব, স্মৃতি রঙে সোনা,

নাচ জুড়ে দেয়, গান জুড়ে দেয় আর আঁকে আলপনা,

কোত্থেকে এক আকাশকুসুম পড়ল এসে ঘরে

টুকরো রোদের নৌকোটা ঠিক তার পাশে নাচ করে ।

                              আমি তখন গান ধরেছি মেঘের সিরিয়ালে

পক্ষীরাজের দক্ষিণে কেউ চোখটাকে মটকালে ।

আলোর নদী দোলন চাঁপা, বিকেল জুড়ে বাজে !

ভুলেই গেছি ইস্কুলে কাল অঙ্ক পরীক্ষা যে ।


শেয়ার করুন

মন্তব্য করুন