যখন আমি আর থাকব না
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

যখন আমি আর থাকব না তোমাদের মাঝে,

তখন আমার নাম কি আর মনে রাখবে?

আর কি আমায় নিয়ে করবে আলোচনা

তোমাদের ব্যস্ত জীবনের ফাঁকে?

 

বিদায় নিলেও চাঁদ-

লোকে ভোলে না তবু তার জোছনা।

বাসি হলেও নিজ সৌরভ ধরে রাখে ফুল,

হোক না তা হালকা।

 

দুটি মন একে অপরকে চায় জাগলে জীবনে প্রথম প্রণয়,

তৃষ্ণা মিটলেও চাতক ডেকে বেড়ায় জলের আশায়।

 

যখন থাকব না জানিনা আমার কবিতাগুলি তোমরা পড়বে কিনা আর তখন,

ভরবে কিনা আঁখি জলে আমার কথা করে স্মরণ।

 

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী

২০মে,২০২৩,বিকাল ৪টে, বারুইপুর

 


শেয়ার করুন

মন্তব্য করুন