যদি বলি
-

শেয়ার করুন

যদি বলি-‘ক্ষুধার্ত আমি,

একমুঠো অন্ন চাই’,

তোমরা বলো-‘বন্দরে এখনো

জাহাজ ভিড়ে নাই।’

যদি বলি-‘নগ্ন আমি,

একখন্ড বস্ত্র চাই’,

তোমরা বলো-‘আধুনিক যুগে

লজ্জার কিছু নাই।’

যদি বলি-‘ভাসমান আমি,

একচিলতে জমি চাই’,

তোমরা বলো-‘কোথায় দেব?

ফুটপাতেও জায়গা নাই।’

যদি বলি-‘অশিক্ষিত আমি,

এককলম বিদ্যা চাই’,

তোমরা বলো-‘মূর্খই থাকো,

জ্ঞানীর দরকার নাই।’

যদি বলি-‘পীড়িত আমি,

একবিন্দু সেবা চাই’,

তোমরা বলো-‘স্রষ্টার উপরে

কারো হাত নাই।

 


শেয়ার করুন

মন্তব্য করুন