যেদিন আমি চলে যাব এই পৃথিবীর হৃদয় হতে-
সেদিন আমার কথা ভাববে কি কেউ বুকফাটা হাহাকার নিয়ে?
আমার লেখা কবিতাগুলি পড়বে কি কেউ আর কোনোদিন?
ভুলে কি তারা যাবে না আমায় হাজার কাজের ব্যস্ততায়?
আমার কবিতার ভাষাগুলো তখন খুঁজবে তার কবিকে
হায়, ওরা যে বুঝবে না ওদের কবি আর ফিরবে না, সে হারিয়ে গেছে আকাশের শত তারার মাঝে।
হয়ত কোনো এক রাতে আকাশ থেকে উল্কা হয়ে পড়ব খসে এ পৃথিবীর বুকে,
দেখবে তখন- আমার কবিতার ভাষাগুলো
সেই খন্ড খন্ড উল্কাগুলোকে এমনভাবে ঢেকে আছে-
যেন কোনো এক মায়ের কোলে শায়িত আছে সদ্য মৃত শিশু।
—– অর্ঘ্যদীপ চক্রবর্তী
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা
১৬ই অক্টোবর,২০২২ (সকাল)