যেদিন তুমি আমার ছবিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ঝড়ের মুখে উড়িয়ে দিয়েছিলে
সেদিন ওর মধ্যে থেকে একটি টুকরো এসে আমার বুকে বিঁধেছিল,
বুঝতে পেরেছিলাম, তোমার মন থেকে আমি মুছে গেছি-
তুমি অন্য কারও হয়ে গেছ।
আজ বিশ হয়ে গেল,
তুমি জানো না যে, আমি আর ইহলোকে নেই-
কবরে শুয়ে আছি।
কবরের উপর আজও একই অবস্থায় আছে তোমার হাতের ছোঁয়া মাখানো রক্তাক্ত এক টুকরো কাগজ।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২০/০৭/২০২৩