রাত জাগা (পর্ব -১)
- কৃষ্ণ কামাল

শেয়ার করুন

রাত জাগা (পর্ব -১)

কৃষ্ণ কামাল

 

 

দিনে জাগে পশু পাখি

রাতে জাগে জোনাকি

রাতে তে ও  আমি জাগি

তুমি জানো তা কি

রাতে আমায় জাগিয়ে রাখে

অচেনা সকল ভাবনা গুলি

রাতে আরও কারা জাগে

তুমি দেখছি গেছো ভুলি

সারা রাত চাঁদ জাগে

আরও জাগে তারারা

আমি জানি পেঁচা জাগে

আরও জানো ডাকে কারা

আমি ও রাতে শুনি

ঝিঁ ঝিঁ ডাকে দোলে দোলে

আরো পাই পায়ের শব্দ

যেসব মানুষ রাতে চলে

এই রাত দুপুরে একা জেগে

আমার এই কবিতা লেখা

এই রাতে ছাদে গিয়ে

তারায় ভরা আকাশ দেখা ।।

।।


শেয়ার করুন

মন্তব্য করুন