রূপসী কন্যা
কৃষ্ণ কামাল
এক দিন ভোরে ব্যাস্ততা মোডে
যাচ্ছিলাম বনের ও মাঝ ধরি
দেখেছিলাম এক রূপসী কন্যা
তার রুপিতে মরি মরি
এক পলকে এক ঝলকে
দেখেছিলাম যাহাকে
ফিরে আসিবার পথে অনেক
খুঁজে পেলাম না তাহাকে
মনে ভাবিলাম সকল ধাঁধা
আমার মনের ভুল
ভুলেছিলাম আমি এই বনটি
যে মানব হীন এক কুল
তবে মিছে কেন খুঁজছি
আমি যাহাকে
জানি যদিও আমি
পাইবোনা তাহাকে
এমন ভেবে ঘোড়া ছুটিয়ে
ফিরলাম নিজ ঘরে
অনেক ভাবিলাম তাহাকে নিয়ে
উত্তর পাইলাম খানিক পরে
পরের দিন ভোরের আগে
ঘর থেকে রোহানা দিয়ে
গতদিনের মতোই
বনের ও মাঝে গিয়ে
খানিক্ষন খুঁজে পৌঁছালাম
সেই রূপসী কন্যার কাছে
দেখিলাম কন্যা বন আলোকিত করে
একলা দাঁড়িয়ে আছে ।।
।।