রোমজানের কষ্ট
-

শেয়ার করুন

                      পিতার কষ্ট

                 মতিউর রহমান

 

       কাজ করে পিতা মাঠে,

     পেটের ভাত হয়না তাতে।

       মাতা খাটে তার সাথে,

     ঘুমিয়ে পড়ে দ্রুত রাতে।

     ভোরের বেলা উঠে পড়ে,

     জীবনের সাথে সদা লড়ে।

     তিন ছেলে আছে ঘরে

     ভুগছে তারা প্রচন্ড জ্বরে।

     কেউ আসেনি পিতার পাশে,

     দূর থেকে সবাই হাসে।

    ধার্য করেছে টাকা ঋণে,

     সুদ ছাড়া দেয়নি বীনে।

    বড়ো লোক টাকা খাটায় সুদে,

     চামড়া পোড়ে গরিবের রোদে।

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন