শহরের বুকে
এ শহরের বুকে, রাত নেমে আসে
ঠিক যেন দিনের শেষে।
কাজ সেড়ে বাড়ি ফেরে-
অজানা কত ভিড়;
যারা দিনের শুরুতে বেরিয়েছিল
নিয়ে অজানা সুখের তরী!
গলির মোড়ে মোড়ে, রাস্তার ধারে ধারে;
ভিড় ঠেলে এগিয়ে চলে-
শহরের বুকে নেমেছে কত অজানা প্রাণ।
মাঝ রাতে যেখানে হানা দেয়
কিছু লেলি কুত্তার দল।।
কত স্বপ্ন কত আশা
কত মানুষের কত ভরসা,
সবটাই সঞ্চিত করে আসে রোজই
নব নব মানুষের ধারা!!
দিনের শেষে কেউ ফেরে স্বপ্ন ভেঙে
আবার কেউ বা নিয়ে যায়-
অনেক কিছু ধরে।।
শহরের বুকে লেগেছে বর্ষণ ধারা,
দেখায় হাজারও স্বপ্ন তারা;
মায়া ভরা এই শহরের সবটাই,
কল্পনায় ঘেরা।।