শহুরে কথা
- ভাস্কর পাল

শেয়ার করুন

শহুরে কথা

 

কত অলি-গলি, কত চেনা পথও ধূলি-

কত ছোটো-ছোটো কল্প, বাঁধে এক গল্প।

 

চেনা পথ চেনা মন, হারিয়ে কত সুর-

বাঁধে গিটারের তার, বাজে সময়ের টোন।

 

হারাচ্ছে কত, হারিয়েছে কত, হারাবে পরেও

স্মৃতির খাতায় থাকবে গাঁথা, পুরোনো সেই কথা।

 

লুকিয়ে রাখা কত না চিহ্ন, হয়েছে আজ ভিন্ন-

শহরের গায়ে আজও লুকিয়ে পুরোনো দিনের গন্ধ।

 

ছোট ছোট প্রেম গলির মোড়েতে, আড়ালে বাঁধে ছন্দ

সবার মাঝে মনের গভীরে, অজান্তেই চলে দ্বন্দ্ব।

 

পুরনো বইয়ের হলুদ পাতায় বইয়ের সেই গন্ধ-

প্রথম বৃষ্টিতে মাটির গন্ধ, মনেতে আনে ছন্দ।

 

শহরের বুকে দাঁড়িয়ে আছে কত প্রাচীন স্তম্ভ-

মানুষের মাঝে লুকিয়ে আছে পুরনো শহুরে গল্প।।

 


শেয়ার করুন

মন্তব্য করুন