শিবের গান
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

শিবের চরণে জানাই
প্রণাম লক্ষ কোটি,
শিব থাকেন সদা সঙ্গে যার
আর কীসের ভয় বিপদে তার।।

যখন পড়বে বিপদে
জপবে ‘শিব শিব’ বলে,
দেখবে বিপদ যতই কঠিন হোক
শিবের হুংকারে পালাবে ঠিক।।

শিবের ভক্ত যে হয়েছে
জীবন তার ধন্য হয়েছে,
শিব সদা তার খেয়াল রাখেন
সদা তার ভালো রাখেন।।

শিবের আশিস যে পেয়েছে
সব দুখ তার দূর হয়েছে,
এই বিশ্ব-সংসারে
তার সব অপরাধ দূর হয়েছে।।

শিবের ধ্যান যে করে সদা
শিব থাকেন তার মনে সদা,
তার স্থান হয় মরণের পরে
শিবের বাসস্থান শিবলোকে।

অর্ঘ্যদীপ চক্রবর্তী
৪/১১/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন