শিব-শিবাণীর গল্প (Sib-Sibānir Galpa)
- বীরেন্দ্র চট্টোপাধ্যায় (Birendra Chattopadhyay)

শেয়ার করুন

কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় (Birendra Chattopadhyay)-এর লেখা একটি প্রেমের /ভালোবাসার বাংলা কবিতা (Bangla Kobita) শিব-শিবাণীর গল্প (Sib-Sibānir Galpa)।

____________________❤️❤️______________________

           শীতের নীল ফুল

নাচায় প্রজাপতি

ম্লান ঊষার মুখে

ঠিকরে পড়ে আলো। 

            যেন উঠলো জেগে

তুষার পার্বতী

যেন লাগল গান

পাতা-ঝরার দেশে, 

           হলুদমাখা গায়ে

মাটির ভালোবাসা। 


শেয়ার করুন

মন্তব্য করুন