শিরোনামহীন প্রশ্ন
-

শেয়ার করুন

ভাষার ইতিহাসে এমন শব্দ নেই যা তোমার চোখের রহস্য ভেদ করে। কি যেনো বলতে চাও তুমি!

আমি চাই কেউ না বুঝুক সেই ভাষা,

কিন্তু এই ভাষ্যের দাবিদার হবো সেই সাধ্যি কি আমার আছে? 

হেমন্তের শিশির জমা ঘাসের পদতলে যেমন অপেক্ষায় থাকে নামহীন একফুল,

আমি সেই ফুল হবো 

তোমার চিকুব ছুঁতে চাওয়া আঙুলের আভরণ হয়ে,

জড়াবে আমায় ? 

ধরণীর ফুটন্ত লাভা যেমন সমুদ্রস্নানে নিজেকে রিক্ত করে

তোমার বক্ষ লালিমায় আমার চোখ মোছাবে? 

তোমাতে নিজেকে খুঁজি সেই স্পর্ধা আমার নেই,

তোমারে রাঙিয়ে তোলার দ্রোহে মুক্তির স্বাদ,

সে কি আমার?

তোমার পাদপদ্মে নিজেকে সপিলাম, প্রিয়।


শেয়ার করুন

মন্তব্য করুন