শুধু কবিতা লেখার জন্যই আমার পৃথিবীতে আসা
কবিতা লেখা শেষ হলে চলে যাব।
কবিতা লেখাই আমার কাজ
এ কাজই আমার কাছে বিশাল বড় কাজ—-
আকাশ সমান দুঃখ বুকে জমিয়ে রেখে নিজের হতাশা কবিতায় প্রকাশ করি
যুদ্ধ তো করতে পারি না
আমি তো কবি
আমার যুদ্ধ বন্দুক নিয়ে খুনখারাপি করা নয়
রক্ত ঝরাতে ভালোবাসি না
দেহ ক্ষতবিক্ষত হোক এ আমি চাই না
দেহ থেকে রক্ত ঝরার দৃশ্য পারি না দেখতে
আমার যুদ্ধ কলমের সাথে খাতার
আমি চাই মন থেকে রক্ত ঝরুক
আমি মন তোলপাড় করে দিতে চাই
আমি চাই না কেউ আমার জন্য হাউহাউ করে কাঁদুক
আমি চাই আমার কবিতা পড়ে
কারও মনের চোখ অঝোর বৃষ্টি ঝরাক
কী করব এটাই আমার কাজ।
সৃষ্টিকর্তার কাজ বড় অদ্ভুত
কেন আমাকে এমন কাজের জন্য বিশ্বে পাঠালেন?
কাউকে বাইরে থেকে আঘাত না করতে পারলেও
ভেতরে ভেতরে আঘাত করি
কেউ কষ্টে না থাকতে চাইলেও
আমার কবিতা পড়ে কষ্টের সমুদ্রে ডুবে যায়—-
নাঃ, এ বড় খারাপ কাজ
বড় খারাপ কাজ!
কাউকে দুঃখ দেওয়া মানে তো পাপের বোঝা বাড়িয়ে তোলা
কেন গো ঈশ্বর, আমার পাপের বোঝা বাড়াচ্ছ?
উত্তর দাও তুমি।
আর চাই না আমার জন্য কারও ভালো মন খারাপ হোক
বরং কেউ আমার মন খারাপ করে দিক
এতে আমার কোনো আক্ষেপ নেই—-
কোনো আক্ষেপ নেই।
যদি না উত্তর দিতে পারো তবে তুলে নাও আমায়
আমার পৃথিবীর কাজ থেকে মুক্ত করো।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩/৩/২০২৪