কবি আমি ভালো নয়, কবিতা গুলো ভালো,
ভালো তো তোমার মুখখানিও, চরিত্রটা কালো।
মিথ্যা গুলো সত্যি করতে নিলে কত ছলনার আশ্রয়,
আমি এখন রাত জাগি, অন্যকেও তোমাকে নিয়ে ঘুমায়।
যা কিছু ছিল তোমার মনে, পরে ধরা এইবারে,
আমি তো নিজেকে সামলে নেব, ক্ষতি করবে কি করে?
আমি দেখায়নি স্বপ্ন কিছুই, দেখিয়েছিলে নিজেই তুমি,
বলতে তো আমাকে না পেলে মোরে যাবে তুমি।
কি হল তোমার দেওয়া কথা গুলো ? রাখতে কি পারলে বলো?
তখন আমি ছাড়া চলতোনা কিছুই , এখন ভালই চলে বলো?
প্রয়োজনভোগী স্বার্থের লোভী মিথ্যা তুমি কত বলো,
আমি কোনো ভুল করিনি, সব ভুল তো তোমারি ছিল।
এখন আমি একাই থাকব, চাইনা তোমাই আর জীবনে,
খুব আনন্দেই বলেছিলে তোমার খুশি আমার মরনে।
তুমি বড় নির্লজ্জ্ব, তোমার একটুও কি লজ্জা নাই?
আমাকে এখন ঠকিয়ে দিয়ে একদিন ঠকবে তুমি নিজেই হায়!