গ্রীষ্মের বিকালে বা
দুপুর বেলায়,,
বিশ খানা টাকা নিয়ে
চলেছি মেলায়।
মনে কত ফুর্তি যে
কি করে বুঝাই,
পায়ে পায়ে বাতাসে
ধুলো যে উড়াই।
আরো কত লোক চলে
এই পথই ধরে,,
কত শত লোক দেখি
মেলার এই ভিড়ে।
চারি দিকে ঘুরে ঘুরে
দেখি সবে মেলা,
পুতুল নাচন দেখি,
দেখি জাদু খেলা,,
তাক করে বন্দুকে
বেলুন যে ফাটা,
নাগরদোলায় আজ
যাবে না যে ওঠা।
সাজানো সে খাবার কত,
কত ভুরি ভুরি,,
জিলাপি খেয়েছি কিনে,
খাই ঝালমুড়ি।
খেলনা ও কিনেছি কত,
দুই খানা গাড়ি,,
কাগজের ফুলগাছ,
আরো ঘুর ঘুড়ি।
ভেঁপু ও কিনেছি বটে
সাথে কৃষ্ণের বসি,,
অবশেষে মেলা দেখে
ঘরে ফিরে আসি।
আজো সেথা মেলা হয়
আরো জোরদার,,
তবে আমি যে হয়েছি বড়
ছোটো নেই আর।
স্মৃতি গুলো কখনো যে
যাবে না যে ভোলা ,,
কত যে মধুর ছিলো শৈশবের
সেই দেখা মেলা।।