সত্য মিথ্যা
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

তুমি সত্যের জন্য লড়ো

আর মিথ্যাকে লাথি মারো।
যেনো, সত্যের পথে আছেন শিব আল্লাহ, বুদ্ধ খ্রীষ্ট।
এটাও যেনো, মিথ্যার পথে আছে নরকের জ্বালা আর জাহান্নামের আগুন।
সত্যের পথ কঠিন, সত্যের পথ দুর্গম।
তবু মিথ্যার পথ ধরো না-
মিথ্যা অনেক সহজ,মিথ্যার পথ তাই সুগম।
শুধু সত্য কথা বলাই নয়, সত্য কর্মও করো।
শুধু সত্যের মধ্যে বেঁচে থাকাই নয়, সত্যকে রক্ষা করো।
তুমি তোমার স্বরূপকে জানতে পারবে
করলে পালন সত্য ধর্ম আজীবন।
তুমি তোমার ধ্বংসের পথকেই খুঁজে পাবে
করলে ধ্বংস সত্যকে আজীবন।


শেয়ার করুন

মন্তব্য করুন