সাড়া ~পার্থ বসু
-

শেয়ার করুন

ডেকেছি তোমায় কতো
                     পাইনি তো সাড়া,
ঘুম তো আসেনা প্রিয়
                   তোমাকে যে ছাড়া,,
গভীর নিদ্রায় তুমি
                     স্বপনের ও দেশে,
জানো কি তুমি ওগো
                  আমি কোন বেসে,,
ঘুম ঘুম নিঝুম
                    কারো নেই সাড়া,
রাত জাগি আমি আর
                      আকাশের তারা,,
কত তারা ঝরে যায়
                      আকাশের বুকে,
তবুও আকাশ দেখো
                       আছে মহাসুখে,,
তুমি যে আকাশ ওগো
                      আমি ঝরা তারা,
যতো ডাকি আমি ওগো
           জানি দেবেনা তো সাড়া,,
ভালোবাসি তোমায় যে
                      তুমি ভাবো মিছে,
একদিন পাবেনা তো
                      আমাকেও খুঁজে,,
আঁধারের ব্যাথা বলো
                         বুঝবে কি তারা,
হাজার ঝাড়বাতির আলোয়
                            যার ঘর ভরা,,
ডেকেছি তোমায় কতো
                     পাইনি তো সাড়া,
আজ ক্লান্ত পথিক আমি
                      আমি দিশাহারা,,


শেয়ার করুন

মন্তব্য করুন