ওহে,
ছিলে যে তুমি এক পক্ষীচরণী
অক্ষির অগোচরে গভীর সমারোহে।
বিনয়ী হে তুমি লাল পদ্ম
যেনো নির্মল তুমি মিষ্টি আরোহিনী!!
ওহে,
বৃষ্টিতে ভেজা কুয়াশার পানি
তৃণ মূলে জীবন্ত তুমি,
তোমার আবদ্ধে প্রকৃতির রূপে
এই ধরণীও আজ নবীন মনে সাজে!!
ওহে,
অন্ধকারের মাঝে আঁধার আলো
গভীর মনে আকাশের প্রাণে;
তুমি জ্যোৎস্নার আলোয় জ্বলজ্বলে
নিশির রাতের সেই সমুদ্রে ভাসে!!
ওহে,
তোমার রঙে রামধনুও আজ
ছোকানুর তরে সাজে;
পদ্মা-মেঘনার প্রাণ ধ্বনি হে তুমি
তিমির প্রহর ভরি অতন্দ্র নয়ন তোমারই!!
ওহে,
মৌসুমী ফুলের কন্ঠস্বরী
তোমার কন্ঠে বেঁধেছ গান।
নদীর ঢেউয়ে উথাল-পাতাল
প্রকৃতিকে দিয়েছ প্রাণ!!
ওহে,
রূপোলি নদীর রূপোলি ইলিশ
নদীর বুকের ছায়াসঙ্গীনী।
রুপার চেয়েও দামি তোমার
প্রাণ প্রফুল্ল চোখ দুটি!!
ওহে,
তোমাকে নিয়ে লিখতে গান
বানিয়েছি রচনায় মহাকাব্য।
দোয়া করি এই বলে তব,
যেনো বিশ্বজয়ীনী হয়ে ওঠো!!
ওহে,
তোমার তরে দেওয়ার জন্য
নেইতো তেমন বিশেষ উপহার।
সবার মতো হয়তো আমি
দিতে পারবোনা রত্নভার!!
ওহে,
তবুও তোমায় নিয়ে
লিখলাম তোমায়,
গোলাপের মতো পবিত্র আঁধার
আমার তরফে ছোট্ট উপহার!!
ওহে,
বিশ্বাসে বাঁধনে আমার এ, ভুলিয়েছ তাঁহার এ
কী বলিব তোমায় আমি-
ঠায় দিয়েছ তোমার হৃদয় এ;
খড়িব যাহারে তুমি থাকিলে
যাবো একসাথে, সত্যের সন্ধানে॥
তুমি পড়িলে বিপদের মুখে
রহিব তোমার ই পাশে নিজের জীবন ভুলে
সংসারে তুমি আছো সুবরদে, আমি আছি চির বিরাগে
তোমায় প্রাণ দিতে সহিব মোর প্রাণ ক্ষয়ে!!
ওহে,
কেমন আছো বন্ধু আমার, কেমন আছো তুমি
সারাটি দিন কাটে আমার, তোমার ই মনে॥
খুঁজেছি তোমায় আমি আকাশে – পাতালে
মনে আছে তোমার ক্ষণে চিরো আঁধার এ।
প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে তোরে
হারাতে ইচ্ছে হয় পাহাড়ি নদীর বাঁকে,
দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা
প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিজেকে ভালোবাসা।
বর্ষায় প্রপাতের সৌন্দর্য দেখার বড় স্বাদ
জুম ঘরে বসে বৃষ্টি দেখার আহ্লাদ,
পিচ্ছিল পাথুরে পথে দুঃসাহসিক অভিযান
দুর্গম বন পেরেবো হাতে নিয়ে প্রান।
পশু পাখির কলোরবে মুখরিত তুই চারিধার
এখানে ফিরতে মন চায় বারংবার,
ক্লান্তি শেষে ঝিরির ঠান্ডা জল পান
একমুঠো জুৃম ভাতে দেহ ফিরে পায় প্রান।
চূড়োয় বসে নক্ষত্ররাজির মাঝে দিবো ডুব
এমন জোসনা রাত্রির সান্নিধ্য চাই খুব,
প্রকৃতি দেবী তোমার কোলে দিও ঠাই
তোকে জানার আশায় অজান্তেই হারাই।
সন্ধ্যার আকাশে শঙ্খচিলের দল উড়ে
বাগানে প্রজাপতি দল বেধে ঘুরে ফিরে,
হাসনাহেনা ফুলে সুভাসিত চারিধার
প্রকৃতির মাঝে খুজে পাই শ্রান্তির পারাবার।
গগনে শুভ্র চাঁদ নক্ষত্রের সাথে হাসে
কোমল মায়াবী আলোয় চারিপাশ ভাসে,
কোথা হতে গুনগুন করে পাখি গেয়ে উঠে গান
ঝর্নার পানি তার সাথে দেয় কলতান।
নদীর জলে ময়ূরপঙ্খি যায় দেখা
প্রকৃতির প্রতি পরতে অপরূপ স্নিগ্ধতা,
ফড়িং এর মতো মন ছোটে দর্শনে
প্রকৃতি ভিন্ন সাজ ভিন্ন ঋতুর আগমনে।
প্রকৃতির উদার দান তুই মানবের তরে
অজস্র ডালিতে তোর রূপের সৌন্দর্য ঝরে,
চর্মচক্ষুর স্বার্থকতা-
প্রান ভরে প্রাকৃতির সান্নিধ্য গায়ে মাখা।
বন্ধু হোলো সবার প্রিয় বন্ধু অনেক দামি
বন্ধু মানে খুশীর আমেজ একটু পাগলামি।
বন্ধু মানে একলা দুপুর বৃষ্টি রিমঝিম,
বন্ধু মানে তুমি-আমি বন্ধু Everything
ভালবাসি বাংলা ভালবাসি দেশ
ভাল থেকো তুমি আমি আছি বেশ
ভালবাসি কবিতা ভালবাসি সুর
কাছে থেকো বন্ধু যেও নাক দূর।
বসে আছি একলা আমি নিঝুম নিরালায়,
পড়ছে মনে কত কথা ভাবছি আমি তাই,
বন্ধু ছাড়া আমার এ মন একলা হয়ে যাই,
বন্ধু তুমি ভালো থেকো শুধু এটাই আমি চাই1
বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক,
গল্প করব তোমার সাথে আমি সারারাত
তুমি যদি কষ্ট পাও আমায় দিও ভাগ
তোমার কষ্ট শেয়ার কর হাতে রেখে হাত
বন্ধু তুই কোথায় গেলি আমাকে না বলে
আমি আজ চেয়ে আছি তোর পথের পানে,
জানি তুই আসবি ফিরে একদিন হঠাৎ করে,
সে দিন ও দেখবি বন্ধু আমি যাই নিই তোকে ভুলে!
“মেঘের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম
আজ, বন্ধু আছি অনেক দূরে হাতে অনেক
কাজ বৃষ্টি তুমি একটি বার জানিয়ে দিও
তাকে বন্ধু তোমার পাশেই আছি
হাজার কাজের ফাঁকে!”
যত্ন করে লিখলাম বন্ধু মন দিয়ে পড়ো
পড়ার পরে হৃদয় দিয়ে আমায় মনে করো,
তোমার কাছে কে প্রিয় জানিনা তো আমি,
কিন্তূ আমার কাছে সবার চেয়ে প্রিয় বন্ধু শুধু তুমি
বন্ধু মানে ফুল বাগানে একটা সুখের নীড়,
বন্ধু মানে মুক্ত আকাশ সুখ পাখিদের ভিড়া
বন্ধু হলো কাছের মানুষ কথা বলা অন্তর খুলে,
বন্ধু হলো রঙিন ফানুস উড়াও কষ্ট ভুলে
বন্ধু মানে রোদেলা দুপুরে একটু শীতল ছায়া
বন্ধু মানে শীতের ভারে রোদের উষ্ণতা পাওয়া।
বন্ধু মানে কাছে আসা দুটি মনের টান,
বন্ধু মানে বিলিয়ে দেওয়া আপন মন ও প্রাণ।
ছোটবেলা হারিয়ে যায় বড় হওয়ার ফাঁকে,
আজোও কি কেউ বিকাল হলে খেলবি বলে ডাকে?
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি
সকাল বিকেল জানিয়ে দেয়া বন্ধু তোমায় ভালবাসি
রাতে যেমন চন্দ্র থাকে সঙ্গে হাজার তারা কে
আছে আর আপন আমার বন্ধু তুমি ছাড়া
বন্ধু মানে ভালোবাসা উজাড় করে মন,
বন্ধু মানে পাশে থাকা সারাটা জীবন।
বন্ধু তোর রঙিন সব স্বপ্ন যদি হারিয়ে ফেলে রং,
গোধূলির আবির মেখে তোর রাঙিয়ে দেবো মন।
বন্ধু মানে ছন্দ, বন্ধু মানে আড্ডা বন্ধু মানে
তিমিরে জোৎস্না, বন্ধুত্ব স্মৃতির কবিতা।
বন্ধু রে তুই ভীষন ভালো ভালো রে তোর মন,
চলার পথে তোকেই বন্ধু বড্ড প্রয়োজন।
যেমন ছিলাম তেমন আছি,
বন্ধু তোমার পাশা-পাশি,
ভাবছো হয়তো ভুলে গেছি,
কেন ভাবছো মিছে-মিছি ।
যদি তোমায় ভুলে যেতাম,
তাহলে কি আর SMS করতাম
বন্ধু তোমায় আকাশ দেব দেব ফুলের মালা,
তুমি শুধু মনে রেখো আমায় সারা বেলা।
বন্ধু মানে একটু চাওয়া আর অনেকখানি
পাওয়া ভোর সকালে পুব আকাশে ঊষার মিষ্টি ছোঁয়া
বন্ধু মানে শীতের সকাল সোনা রোদের হাসি,
বন্ধু মানে ঝগড়া, তবু তোকেই ভালোবাসি।
অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয় ।
ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালবাসার সৃষ্টি হয় ।
মাঝে মাঝে ফোন করলে সম্পর্কটা মিষ্টি হয়
বন্ধু মানে নীল সাগরে উছলেপড়া ঢেউ
বন্ধু মানে মনের মতো খুঁজে পাওয়া
কেউ বন্ধু মানে দূরে থেকেও মনের কাছাকাছি।
সকাল বিকাল জানিয়ে দেওয়া বন্ধু আমি আছি
সুন্দর এই পৃথিবী, স্নিগ্ধ তার বাতাস,
সপ্নিল এই জীবন, স্মৃতি ময় তার আকাশ,
শিশির ভেজা পথ কুয়াশায় ঢাকা,
বন্ধু তোমার সাথে কেনো হয় না আমার দেখা ??
একটা ফুল চাই গোলাপের মতো।
একটা পাখি চাই কোকিলের মতো।
কিছু সুখ চাই স্বপনের মতো আর
একটা বন্ধু চাই মনের মতো।
আমি মেঘের মতো চেয়ে থাকি,
চাঁদের মতো হাসি,
তাঁরার মতো জ্বলে থাকি,
বৃষ্টির মতো কাঁদি,
দূর থেকে বন্ধু আমি
শুধু তোমার কথা ভাবি।
বন্ধু আমার সাথী আমার থাকবে সাথে চিরকাল
সুখে,দুঃখে থাকবে পাশে দুই মিষ্টি দেবে বন্ধুত্বের
প্রতিদান যতই ঝড় ঝাপটা আসুক রুখে দাড়াবো
দুজনেই তবেই না থাকবে মোদের বন্ধুত্ব চিরকাল ।
বন্ধু মানে আর কিছু নয় দুটি মনের মিল,
বন্ধু মানে কাছে আসা উজাড় করা দিন
বন্ধু মানে নীল সাগরে উপছে পড়া
ঢেউ বন্ধু মানে মনের মাঝে
খুঁজে পাওয়া আপন কেউ।
“আমাদের এই বন্ধুত্ব যেন সমুদ্রের
মাঝে গভীর ঘনত্ব। আজ হৃদয় মাঝে
বন্ধু শুধু তোমার ই রাজত্ব।
হে ঈশ্বর, যেন অমর রহে
আমাদের এই বন্ধুত্ব।”
বন্ধু মানে গভীর রাতে হঠাৎ টেলিফোন,
বন্ধু মানে কথার মাঝে হারিয়ে যাওয়া মন,
বন্ধু মানে হাসি ঠাট্টা জয় পরাজয়,
বন্ধু মানে অশ্রু ফেলার নীরব আশ্রয়।
বন্ধু মানে কাছে থাকা নয়
পাশে থাকার নাম বন্ধুত্ব
মিথ্যা বলে মনভোলানো নয়,
সত্যি বলে সাহস জাগানোর নাম বন্ধুত্ব !
ভুল দেখে সরে যাওয়া নয়,
ভুল শুধরে দিয়ে ভালবাসার নাম বন্ধুত্ব !
সময়ের সাথে পাল্টে যাওয়া নয়,
সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব !
রাত সুন্দর চাঁদ উঠলে, দিন সুন্দর সূর্য উঠলে,
বাগান সুন্দর ফুল ফুটলে আর জীবন সুন্দর।
তোমার মত ভাল একটা বন্ধু থাকলো
বন্ধু তুমি আমার কাছে
ভালো থাকার আরেক নাম,
তোমার ছোয়ায় এক নিমেষে
উধাও হাজার অভিমান
হারিয়ে যাওয়া পুরনো দিনগুলো
মনে পড়ে যায় কাটিয়ে দিতাম সেই
দিনগুলো হাসির ঠিকানায় জানিনা
কোথায় আছো কবে দেখা হবে বন্ধু,
তোমায় ছাড়া আমি হয়ে গেছে আমি একা
বন্ধু মানে একলা পথে বাড়িয়ে দেয়া হাত,
বন্ধু মানে থাকবো পাশেই হোক না যতই রাত।
বন্ধু মানে সকাল সন্ধ্যা তোর পেছনেই লাগা,
মাঝে মাঝে তোর জামা না বলে নিয়েই ভাগা!
বন্ধু মানে সাত সমুদ্র বন্ধু নেই মানে দুনিয়াটাই ফাঁকা।
বন্ধুত্ব হাসায় কখনো বন্ধুত্ব রাগায়
বন্ধুত্ব দুঃখ কমায় আবার বন্ধুত্ব
আনন্দ বাড়ায় বন্ধুত্ব এমন একটি
সম্পর্ক যার সাথে জীবনের
সবকিছুই শেয়ার করা যায়
মনটা হলো উড়াল পাখি, উড়ে উড়ে যায়,
যাওয়ার সময় হটাৎ একটা মানুষের দেখা
পায় মনকে আমি প্রশ্ন করি কি বলতে চাও?
মন বলে ওকে তোমার বন্ধু করে নাও
ইচ্ছে হলে মনে রেখো ভুলে যেও না,
মনে পড়লে কথা বলো অভিমান করোনা,
ভুল হলে ক্ষমা করো রাগ করো না
দুঃখ পেলে জানিয়ে দিও লুকিয়ে রেখোনা।
ভালো থেকো তুমি, সেই আসিস রহি
মনে পড়ে সেই দিনগুলি॥
অতনে যতনে হাসি বেদনার অশ্রুগুলি
আজ স্বপ্নেই রহিয়েছে অনন্তদীন॥