সাহিত্যে প্রবেশপথ
-

শেয়ার করুন

২০১৩ সাল থেকে শখের বসে অনু কবিতা লেখা শুরু করেন।দীর্ঘ ১০ বছর সবার অগোচরে লিখে গেছেন।২০২৪ সালে মাথায় এলো নিজেকে সবার সামনে তুলে ধরার।তারপর বিভিন্ন সাহিত্য গ্রুপে যুক্ত হন।বিভিন্ন সাহিত্য গ্রুপে ও ই-ম্যাগাজিনে কবিতা দেওয়া শুরু করেন।তিনি শতাধিক ম্যাগাজিন ও পত্রিকায় কবিতা প্রকাশ করেছেন। ধীরে ধীরে অনু কবিতা থেকে বড় কবিতা ও গল্প লেখা শুরু করেন।পর্যায়ক্রমে তিনি যৌথ বইয়ে কবিতা দিতে শুরু করেন।কবির যৌথ কাব্যগ্রন্থ ২০ টিরো বেশি।২০২৪ সালে এসে ‘যত আছে ভালোবাসা’ একক কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন।এখন উপন্যাস লেখা শুরু করেছেন।

কবির কবিতা পাঠকরা পড়ে তৃপ্তি পেত। তিনি পাঠকদের মনের কথা তুলে ধরতেন।তখন বিভিন্ন সাহিত্য পরিষদ,সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিরহী কবি মাজেদুল হক ‘মন কবি’ উপাধিতে ভূষিত করেন।

 


শেয়ার করুন

মন্তব্য করুন