সুখ-দুঃখ
-

শেয়ার করুন

আকাশে যেমন সূর্য ওঠে তেমন অস্ত যায়

তাই তো পৃথিবীতে দিন আসে আবার চলে যায়।

আমাদের জীবনে সুখ-দুঃখের ব্যাপারটিও এইরকম।

সুখের সময় আমরা আনন্দে থাকি

আর দুঃখের সময় আমরা কষ্টে ভেঙে পড়ি।

কিন্তু যেমন রাতের অন্ধকার মুছে দিন আসে

তেমনই দুঃখের পরই সুখ আসে।

তাই দুঃখের সময় আকাশকুসুম দুশ্চিন্তা না করে ভাবা উচিত দুঃখ থেকে কীভাবে দ্রুত বেরিয়ে আসা যায়,

কারণ কোনোকিছুই চিরস্থায়ী নয়

তাই দুঃখের সময় চেষ্টা করা উচিত কোন উপায়ে দুঃখ থেকে শীঘ্র মুক্তি পাওয়া যায়।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

২৪/২/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন