সূর্য এসেছিল ঘরে
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

ঘরে এসে দেখি,

আমার ময়নাটা খাঁচার ভিতর মরে পড়ে আছে।

তোমার যে ছবিটা এঁকেছিলাম-

তা গাঢ় কালো বাদামী রঙে, 

অনেক অত্যাচারের দাগ স্পষ্ট করে,

বাকহীন প্রতিবাদ জানাচ্ছে।

গোলাপের ছেঁড়া পাঁপড়িগুলোর 

অর্ধেকের বেশিটা আর নেই।

সারা বাতাস ভরা কাদের যেন তীক্ষ্ণ আর্ত চিৎকার,

যা শুনতে পাচ্ছি না কিন্তু, প্রতিটা ইন্দ্রিয় দিয়ে অনুভব করছি।

একশ বছরের ছাপা ছাইয়ের স্তুপে,

হঠাৎ আলোড়ন ঘটলে যে গন্ধ ছড়িয়ে পড়ে-

তেমনই গন্ধে ঘরের সারা বাতাস ম ম করছে।

সূর্য এসেছিল ঘরে।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

২৯মে,২০২৩,সকাল ৭টা, বারুইপুর


শেয়ার করুন

মন্তব্য করুন