সূর্য তোমায় দিলাম চিঠি
- কবি সোম

শেয়ার করুন

সূর্য্যি মামা তাপ দিওনা

ভিজছে শরীর ঘামে। 

তাইতো তোমায় চিঠি দিলাম

একটা পোড়া খামে। 

 

দিনের বেলা আমরা সবাই

রোদের তাপে মরি। 

জল শূণ্য পুকুর খালে

হচ্ছে মাছেরা চচ্চড়ি। 

 

ফুল গুলি সব শুকিয়ে গেছে

গাছেরা মনমরা। 

তৃষ্ণা-চাতক চাইছে জল

আর দিওনা খরা। 

 

উড়ো চিঠি পাঠিয়ে দিলাম

তাইতো তোমার কাছে। 

ভুবন মাঝে স্বস্তি পেয়ে 

একটু যাতে বাঁচে। 


শেয়ার করুন

মন্তব্য করুন