সে এসেছিল (Se Esechilo)
- বীরেন্দ্র চট্টোপাধ্যায় (Birendra Chattopadhyay)

শেয়ার করুন

কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় (Birendra Chattopadhyay-এর লেখা একটি প্রেমের বাংলা কবিতা (Bangla Kobita) সে এসেছিল  (Se Esechilo)। 

“Love comes like a devouring shadow

 effacing the whole World

 eclipsing life and youth.”

         সে এসেছিল, 

তার ছায়া পড়েছিল আমার চোখে… 

তার পায়ে চলার ছন্দ জেগেছিল… 

পৃথিবীর বুকে স্পন্দন ! 

আমি কান পেতে শুনেছিলাম—

সে এসেছিল। 

           একদিন দেহে জেগেছিল ঝড়… 

গহন রাতের ঝড়… আর অন্ধকার—

অন্ধকারে সে ঢেকেছিল আমায়, 

জীবন থেকে যৌবনকে নিল কেড়ে—

দিল চেতনা, মদমত্ত অন্ধ চেতনা…. 

আর ঝড় ! 


শেয়ার করুন

মন্তব্য করুন