মোঃমেহেদী ইকবাল জয়
স্বাধীনতা পেলাম আমরা
বুকের তাজা রক্তে,
রক্ত রাঙা পথটা ছিলো
শত্রুর হাতে শক্তে।
ধর্ম,বর্ণ নির্বিশেষে
সবাই যুদ্ধ করে,
নয়টি মাসের যুদ্ধ শেষে
বিজয় আসে পরে।
স্বাধীনতা পেলাম আমরা
ইজ্জত পেলাম সঙ্গে,
যুগে যুগে থাকবে সবাই
লাখো শহীদের অঙ্গে।
গর্বে আছি স্বাধীন দেশে
সাহস নিয়ে বুকে,
দেশটা গড়বো সঠিকভাবে
কে আমাকে রুখে।
দেশের জন্য মুক্তিযুদ্ধে
জীবন যারা দিলো,
স্বাধীনতার বিনিময়ে
স্বর্গ কিনে নিলো।
বেঁচে আছি স্বাধীন দেশে
রয়ে শান্তি সুখে,
মিলেমিশে কাটছে জীবন
জন্মভূমির বুকে।