হলি ~পার্থ বসু
-

শেয়ার করুন

দোল পূর্ণিমা আজি তাই মাতিল যে মন,

হৃদয়ে দোল দিয়ে আজ বয়ে যে পবন।

দেখো রঙিন নেশায় মাতে পলাশের বন,

সাজাল কে ফুলে ফুলে আজি এ ভুবন।

নানা রঙে নানা ফুল ফোটে আজি ফাগুনে,,

রঙিন নেশায় মাতি প্রেমের এই আগুনে ।

আজি হৃদয়ের মাঝে আঁকে রামধনু রং,,

নানা রঙে রাঙিয়ে সাজিল এ জীবন ।

গগনে ভাসিব আজি ডানা খানি মেলি,,

প্রিয়া তুমি কাছে এসো খেলিব যে হলি।।


শেয়ার করুন

মন্তব্য করুন