হারিয়ে যাওয়া দিন
- পার্থ বসু

শেয়ার করুন

রাত বিকেলে স্বপ্ন দেখা চাইতে ছোঁয়া আকাশ,,

ভালই ছিল হারানো দিন,ছিল ভোরের বাতাস।

চাইনা আমি আকাশ ছুঁতে, চাইনা হতে বড়,,

কেউ কি আমার ছেলে বেলা ফিরিয়ে দিতে পারো?।

ফিরিয়ে দিতে পারো আমায় সেই যে স্নান ঘাট,

ফিরিয়ে দিতে পারো আমায়  আমার খেলার মাঠ।

সেই যে দূরে বংশী বাজায়  অচিন কোনো পান্থ,

বাঁশির সুরে জুড়ায় প্রাণ মন যে হতো শান্ত। 

মায়ের কোলে শুয়ে পড়ে জড়িয়ে ধরে গলা,

রাজকন্যা ও রাক্ষসী র রূপকথা সে বলা।

শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম সেই যে মায়ের কোলে,

পারবে কি সেই দিন ফেরা তে যাও না  আমায় বোলে।

সেই যে আমার মেঠো পথে জড়িয়ে পায়ে কাদা,,

তবু করতো না তো কোনো ই শাসন আমার ঠাকুর দাদা,,

সেই যে আমার খেলার সাথী আজ যে তারা কোথা?

আজ কলমে হৃদয় মাঝে র একটি করুন ব্যথা।

আজ কোথায় আছিস বন্ধু আমার,কোথায় আছিস ভাই,,,

সেই যে আমার সোনালী দিন,আমি আবার ফিরে চাই,,

খেলবো আবার সবাই মিলে মাখব গায়ে ধুল,

নদীর জলে আপন মনে ভাসবে সে হাঁস গুলো।

পানকৌড়ি মারবে যে ডুব শিকার ধরার ছলে ,

আল্পনা সে আঁকবে বাতাস ইছামতির জলে।

ফেলে আসা সোনালী দিন আর কি পাওয়া যাবে,,

যদি যায় গো পাওয়া ফিরে সে দিন বল না কেমন হবে?।

আজ বড় হয়ে স্বপ্ন বড়, ঐ উঁচু তে আকাশ ছুঁতে চাই,,

যদি ফিরে পেতাম হারিয়ে যাওয়া সে দিন আবার কেমন হতো ভাই???।


শেয়ার করুন

মন্তব্য করুন