Ghoshona (ঘোষণা)
- কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam)

শেয়ার করুন

কবি কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) ঘোষণা (Ghoshona)

হাতে হাত দিয়ে আগে চলো, হাতে
                  নাই থাক হাতিয়ার!
জমায়েত হও, আপনি আসিবে
                  শক্তি জুলফিকার॥

আনো   আলির শৌর্য, হোসেনের ত্যাগ,
       ওমরের মতো কর্মানুরাগ,
       খালেদের মতো সব অসাম্য  
             ভেঙে করো একাকার॥
  
ইসলামে নাই ছোটো বড়ো আর
           আশরাফ আতরাফ;
এই ভেদ-জ্ঞান নিষ্ঠুর হাতে
           করো মিসমার সাফ!

       চাকর সৃজিতে চাকরি করিতে
       ইসলাম আসে নাই পৃথিবীতে;
       মরিবে ক্ষুধায় কেহ নিরন্ন,
       কারো ঘরে রবে অঢেল অন্ন,
       এ-জুলুম সহেনিকো ইসলাম –
              সহিবে না আজও আর॥

(ঝড় কাব্যগ্রন্থ)

ঘোষণা (Ghoshona) কবিতাটি ছাড়াও কবি কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam) -এর অন্যান্য কবিতা পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন